নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলা খাগড়াছড়ি পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা'র আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্ধোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
এসময় টুর্নামেন্টে খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, পুলিশ লাইন্স এবং বিভিন্ন ইউনিট হতে পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। দ্বৈত এবং একক প্রতিযোগিতার মাধ্যমে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
টুর্নামেন্ট উদ্বোধন কালে পুলিশ সুপার বলেন, "নিয়মিত খেলাধুলার মাধ্যমে ব্যাপক শারীরিক চর্চা হয়, শরীর সুস্থ ও রোগব্যাধি মুক্ত থাকে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য তৈরি হয়। খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।"
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হানসহ খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট হতে আগত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ্য।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |